বোরকার পড়ার সুবিধা দুনিয়া ও আখিরাতের ফায়দা

ইসলামের ধর্মীয় রীতি অনুযায়ী নারীদের পর্দা করতে হয়। নারীরা বোরকা দিয়ে সারা শরীর ডেকে থাকে। আমরা সবাই জানি ইসলামের বিধি বিধান গুলো বাস্তব সম্মত এবং বিঞ্জান সম্মত। ইসলামের বিধি বিধান গুলো যেভাবে করা হয়েছে। সব কিছুরই উপকার আছে।

বোরকা পড়লে কি কি উপকার হয় ?

বোরকা নারীদের সৌন্দর্য্যের প্রতীক। বোরকা পড়লে নারীদের অনেক সুন্দর লাগে। বোরকা পড়লে মেয়েরা নিরাপদ থাকে। মেয়েদের নিরাপত্তা নিয়ে ইসলাম অনেক নিয়ম করেছে। কারন ইসলামে নারীদের গুরুত্ব অনেক বেশি দেওয়া হয়েছে। বোরকা পড়লে রাস্তায় যে কোনো মানুষ সম্মান দিয়ে কথা বলে। বোরকা পড়লে সবসময় বাইরের ময়লা, ধূলো থেকেও রক্ষা পাওয়া যায়। মুসলিম মেয়েদের জন্য পর্দা করা ফরজ, না করলে গুনাহ হয়। হিজাব করলে দুষ্ট লোকের চোখ থেকে নিরাপদ থাকে। হিজাব করলে দেখতে সুন্দর এবং পরিমাজিত লাগে। তাছাড়া আরো অনেক উপকার হয়ে থাকে।

বোরকা না পড়লে কি ক্ষতি হয় ?
বোরকা না পড়লে ক্ষতি উপরের কথাগুলোর বিপরীতে! বোরকা না পড়লেদুষ্ট লোকের পাল্লায় পরে অনেক এক্সিডেন্ট হয়ে থাকে। মুসলিম মেয়েদের জন্য পর্দা করা ফরজ, না করলে গুনাহ হয়। বোরকা না পড়লে সবসময় বাইরের ময়লা, ধূলো থেকেও রক্ষা পাওয়া যায় না।

Leave a Reply

Main Menu